আমি লিখি, এটা আমার অন্যায়।
কারণ, লেখার মাঝে সত্য
লুকায়ে রয়।


জীবন চলেনা এটাও সাভাবিক।
কেননা, এটা আমার তরে
বেঁধে দেয়া চুড়ান্ত রায়।


মন থেকে যার কথা বের হয়,
তা আমাকে হুঁশিয়ারী উচ্চারণে
প্রকাশ করতে হয়।


এ যেন আমার নিজের চেয়ে নেয়া
বন্দী জীবন। যখন যেভাবে সাজাই
তার বিপরীত রুপ বাস্তবতায়।


সত্যি আজ শুদ্ধতার দুয়ারে খিল পরেছে,
ভাবনার দুয়ারে তালা দিয়েছে চাটুদার,
কতো প্রশ্ন আমার, উত্তরটাও দেই আমি,
জীবন তার আপন গতিতে চলেনি।