এই, তুমি কেমন আছো?
আগের মতোই কি দাড়িয়ে থাকো
নতুন কোনো কথা বলার জন্য,
যেখানে আমাতে তোমাতে
কথা হবে কি রুপে।


সেভাবে কি তুমি দাড়িয়ে থাকো?
যেখানে উঁকি মেরে দেখা হবে
আমাতে তোমাতে।


আজো কি ছল করা হয়?
যেখানে খালার সাথে কথার ছলে
বলা হতো দেখা হবে কোথায়।


তুকি কি ভালো আছো তেমন?
যখন নদীর কুলে পাশা-পাশি
বসলেই ভালো থাকা হোত তোমার।


এ কোন চেতনায় আমি পরে আছি?
আমাকে তো আর আমার মতো
তুমি ছাড়া কেও ভাবেনা,
বলেনা মনের কথাগুলো ছল করে।


আমার কষ্ট তোমাকে অবোমুল্যায়নের,
আমাকে দোষী করোনা,
এ আমার অনুরোধ।


কেননা, আমি বাস্তবতাকে এড়িয়ে
তোমাকে মুল্যায়ন করতে পারিনি।