দুঃখ করেও তো বেচে থাকা হয়,
আস্ত প্রাসাদ সমান স্বপ্নও বাচিয়ে রাখা হয়।


কোথাও হারিয়ে যেতেও ভালো লাগার ঘর
মনের কোনায় বাসা বাধে,
যখন কোন অস্পরির সন্ধান মিলে।


কাওকে না জানিয়ে নিজে নিজে
সুখের রাজ্যে বসবাস ওর,
বড়, মস্ত বড় সুখের রাজ্য ওটা,
এ যে স্বপ্নের পৃথিবী তা নেই মনে,
দুঃখ করে বাচা ভোলা বাবুর।


কি করে আর কি না করে,
তার হিসেব কষার সময় আসতে আসতেই
স্বপ্ন ভেঙ্গে ডুবন্ত জাহাজের বাসিন্দার অবস্থান।


এখন হাহুতাস আর স্বপ্ন রাজ্যকে দোষারোপ,
এও কি হয়! হয়, কেননা
সে জানেনা সামনের দিনের
আলো আঁধারের রুপ।