আমি বদলে যেতে পারি
যদি পাই নতুনের সন্ধান।


হারিয়ে যেতে নেই মানা
থাকে যদি আহংকারের সীমানা।


পথে হেটে হেটে দেখিতে পথের রুপ
ভ্রমরের বেগে হোকনা একটা ছুট।


চাইতো আমি নতুন নতুন কিছু
নিচ্ছি যে তাই অলো আলেয়ার পিছু।


সুখে আমি হাসতে পারি বলে
কাদতে পারি দুঃখ সাথী হলে।


এতো সহজ সরল কথা
শুধু মেনে নেবার সাথে
একটু একটু সামনে গিয়ে
হবে সপ্ন দেখা।