আমি ভালোবাসি একা না
সাথে আধা অন্য কেও,
কষ্ট শুধু আমার নদে
তুলেই যাচ্ছে ঢেউ।


পথে হাটি দু-জন মিলে
গল্পও একসাথে,
হারানোর ভয় একাই শুধু
আমাকে ডাকতেছে।


মনের সাথে আধা-আধি
ভাবে সমান থাকা,
একটু খানি পৃথক বনে
অন্তর আমার ফাকা।


কি করে ভাই বলি তারে
তার ভীতরে আমি,
নৌকা আমার না চলিবে
বিনা তারি পানি।