দিগন্তে পার হয় আশাদের তরি,
আমি শুধু একাকী ভাবনায় মরি।


দেখি শুধু নিজেকে নাই নাই করে,
বলি শুধু আসেনা পাওয়া রা এ ঘরে।


আমি শুধু দোষে যাই কতো কিছু বলে,
এ সবই আমার আজ ছলে ছলে চলে।


বাস্তবতাকে আমি না পারি যে মানতে,
না বুঝেই চাই শুধু তাকে কাছে টানতে।


সে তো আর আমাকে বুঝেনা বুঝাতে,
করে শুধু ছলনা চায় শুধু কাধাতে,
এ আমার অভিযোগ, অন্তরে আছে ক্ষোভ,
তবুও বেচে থাকা নিয়ে হেথা বড় শোক।


একি কভু হবে শেষ? প্রশ্নটা করি বেশ,
বলি শুধু তাকে আমি,
আমাতে কি আছি আমি?
২৮/০৭/২০১৬