আমি আজ যতো ভালো কথাই বলিনা কেন
তা অবশ্যই অবমুল্যায়িত,
কারণ চেয়ার।


আমার কাজের পরিধি আপন জায়গা থেকে
মন্দকে যতোই দুরে রাখিনা কেন
তার কোন মূল্য নেই,
কারণ চেয়ার।


একলা পথে চলে চলে, পারিপার্শিক অবস্থার
প্রেক্ষাপটে যতো সমাধানই দেইনা কেন,
কাজে আসবেনা,
কারণ চেয়ার।


দুঃখ আর বেদনার চিত্র দেখে যতোই হাহুতাস
করে নিজের বুক ভাসাইনা কেন,
কোনো মূল্য নেই,
কারণ চেয়ার।


সামনে পাহাড়, পেছনে সাগর, দারিয়ে মাঝখানে
যতোই শোনাই সাবধান বানী
সবই উলুবনে মুক্তা ছড়ানোর মত,
কারণ চেয়ার।


ইচ্ছে করে, যে করেই হোক
চেয়ারটা আগে নেই,
তারপর নিজের ইচ্ছে মতোন
সবাইকে ঘোড়াই।