আমার জন্য আমি বাঁচি
তার জন্য মরি,
স্বপ্ন বাবুর স্বপ্ন নিয়ে
সুন্দর জীবন গড়ি।


আমার পাশের পাঠশালাটা
আমার জন্য বলে,
আমি এখন শিখি সেথায়
একটু সময় পেলে।


এই যে শিক্ষা আমার তরে
পেতাম কি আর আমি,
যদি আমি আমার তরে
নাই হতাম দামি।


যতো নতুন, পুরোনো দিন
সব কিছু বর্তমান,
একটু খানি পেয়েছি যে
কালো অক্ষরের বান।