বাশের সাঁকোতে খালি পায়ে হাটা বালিকা
নদীর কুলে ভাষা শেওলায় তার চোখ,
সেকি অপরুপ দৃশ্য না দেয়
পরিতে পলক।


হাসিতে হাসিতে সাকো পার হয়ে
ওপারেতে গেলো চলি,
কিযে অপরুপ দেখিলাম আমি
কাহারে আমি তা বলি।


দেখিলাম সচ্ছ পানিতে তাহার
হাসি মাখানো মুখ,
সর্গের সুখের ভাবনায় আমার
ভরিয়া গেলো যে বুক।


বলিতে পরিনা ভাষায় আমি
কিযে মনে কয়,
তাহারি তরে ভাবনা আমার
শুধুই জাগিয়া রয়।


তাহাকে দেখিতে আশা করিয়া
আশা হয় ঘাট কোনে,
কখন সাঁকো পার সে
আসিবে এইখানে।


এভাবে আমার সময় যদি
যায় বছর, দিন, মাস,
নই ক্লান্ত, তবুও শান্ত
দেখিতে দেখিতে মন বেখেয়ালে
সব ভোলা আমি আজ।