আজ আমি নেই যেন আমার-ই মাঝে
হারিয়েছি দেখে তারে পরীরুপ সাজে,
মন বলে প্রাণ বলে, আমি হবো তার
সে যে আজ কেড়েছে অন্তর আমার।


নেই তার উপমার ভিন্ন সাজ রুপ
তারি রুপ সাগরেতে দিয়েছি আজ ডুব,
পরেছি যে আমি তার রুপেরই বানে
সদা সে আমাকেই কাছেতে টানে।


ছিল কোন আকাশে, এসেছে এ মাটিতে,
তারি লাগি মন যে, চায় শুধু ভাবিতে।
ভাবনার এ আকাশ, ছড়ায় যে সু-বাতাস,
সে যেন আসে ছুটে তাহারি লোভেতে।


রুপে তার কি আগুন, আমি মজি হয়ে খুন,
দেখিবার তরে তারে পথ চেয়ে বহুক্ষণ।
মজিবার তরে তার বড্ড আশা আমার,
পূরণের লাগিয়া বইবো শতভার।


আমি চাই থাকিতে তারি নাম জপিতে,
সে আমায় কবে চাবে তার সাথে রাখিতে?
আমি আজ দিওয়ানা, পরিসীমা বুঝিনা,
সব পথ পারি দিয়ে যাবো তার আঙ্গিনা।