একটি কথায় শত্রু তোমার বন্ধু হতে পারে
সেই কথাতেই শত্রু হবে আপন ভাব যারে।


সত্য বলেও উঠতে পারো শত্রুর তালিকায়
মিথ্যা বলেও সত্য সাময়িক লুকানো যায়।


এই পৃথিবীই এমন এখন পিপদ পদে পদে
যেতে হচ্ছে সবাইকে ভাই পিপদ সীমার নদে।


আস্ত পাগল সেওতো এখন বড় পদে মালিক
অনেক জ্ঞানীই চেয়ারহীনা, যেমন পাখি শালিক।


বাইপাসের এই সমাজ সেবায়,
নিজের জন্য করি,
অন্যের কথায়, পরের তরে,
মনটা যে হায় ভারী।


অল্প পেয়েও সুখি যারা তাদেরো অভাব,
না থাকিলেও থাকার মতই নিতে হচ্ছে ভাব।


সত্য বলি সত্য লিখি করি অপরাধ,
শাস্তি আমায় পেতেই হবে,
পাবোনাতো মাফ।