কি বিষন্ন আমি!
এক তীব্র যন্ত্রণায় উঠছে বেড়ে এ মনন।
হৃদযন্ত্রের কার্যক্ষমতা পাচ্ছে ক্রমশ হ্রাস
নিসর্গের কোলেও আসছে না শ্বাস-প্রশ্বাস।
কি এক অব্যক্ত কষ্ট,
পোরাচ্ছে প্রতিনিয়ত;
নিয়তির জালে বাঁধা আমি,হচ্ছি ক্রমশ বিনষ্ট।
এ আমি এক অপরাধী,
আনমনে করা প্রমোদ এক,কুরে খাচ্ছে এ আমাকে
মাশুল কিনা জানি না তবে হারিয়েছি তোমাকে।