আমি,
আমাকে খুঁজি
বারবার-হাজার বার
কথা বলি আমিত্বের সাথে,
বুঝতে চাই নিজেকে
চিনতে চাই আমার আমিকে।
কেন বার বার হয়ে যাই বৃথা,
কেন পারি না ছিন্ন করতে
কতশত পিছুটানের প্রথা!


যেভাবে মহাপুরুষেরা খুঁজেছেন নিজেদের
আমি কেন পারি না,
পারি না কেন আগাতে সেপথ ধরে তাদের!


কেন এই শিক্ষা নীতি
কেন এত অর্থ উপার্জন
নিজেকেই যদি না পাই আমি
বৃথা যাবে সব অর্জন


কবে মিটবে আমার এই তেষ্টা
কবে হবো সার্থক;
কবে পাবো আমি আমার আমিকে
তবেই তো সফল আমার চেষ্টা।