কথা ছিল দেখা হওয়ার,অজস্র গল্প করার।ক্ষয়ে যাওয়া
সুশ্রী অতীতের কুৎসিত অধ্যায় গুলো থেকে মুখ ফেরানোর। কিংবা যথার্থ মানুষটাকে নিজের করে পাওয়ার অপেক্ষায় দিনগোনার ইতি টানবার।ইচ্ছে ছিল গন্তব্যহীন পথে একসাথে আমৃত্যু একসাথে পাশে হাটবার।কথা ছিল একাকিত্মে পাশে থাকার,মন খারাপে মুখোমুখি নিশ্চুপ বসে থাকার।


কথা কথার মতো থেকে গেলো,তুমি তোমার মতো।না হলো কষ্ট ভাগাভাগি,না হলো গল্প করা।এখন শুধু হঠাৎ দেখা হওয়া কিছু স্মৃতি নিয়ে বেঁচে থাকা,পাশাপাশি হাঁটা কিছু মূহুর্তকে আঁকড়ে রাখা।ভালোবাসার কথা আর হলো না বলা।বলা হলো না কারণ স্বপ্ন দেখতে মানা।নিজের করে চাওয়া মানা।প্রত্যাশা করতেও নিষেধ করে দিয়েছো সেদিন।কাওকে নাকি চাইতে নেই।
ভালোবাসা তো আর চাওয়া না চাওয়া থেকে আসে না।তা কি করে বোঝাবো!


সূচনা,তুমি কি সত্যিই এভাবেই তোমার মনের আলয় থেকে দূরে দূরে রাখবে।তোমার শহরের সব জ্যাম ঠেলে তোমার সামনে এসে এতো চিৎকার করছি তাও কি শুনতে পাও না!
তোমার আলয়ে কি নিবে না আমাকে!
তাহলে কি আমাকে ফিরিয়ে দিবে এতদূর থেকে!