হারিয়ে ফেলা ছেলেবেলা'র
শোক'টা বড়ই করুণ,
সময়ের স্রোতে হচ্ছি বড়
কষ্ট বাড়ছে দারুণ।
প্রেমিকায় প্রেম!
সে তো আসে যায়,
ছেলেবেলা হায়
বার বার কবে কে পায়!
এ যে নিদারুণ কষ্টের হাহাকার।
বয়স যে হচ্ছে ভারী,
কিভাবে এখন ছুটি-ফিরি;
মন যে মানে না হায়,
বার বার ছুটে যেতে মন চায় সেই ছেলেবেলায়।


সেই স্মৃতিবহ শৈশব আর আসবে না ফিরে,
অবাধ্য হয়ে ছুটে চলতাম
চেনা সবুজের নীড়ে।
ঘুরে বেড়াতাম মনের আনন্দে
ছিল না কোনো ভয়,
দিনের পর দিন যেতো কেটে
এভাবেই হেসে-খেলে নিশ্চিতে।


আমরা যে আর পাবো নাকো হায়
সেই শৈশব ও কৈশোরকাল।
ফিরে না পাওয়ার এই কষ্টেই
বেড়ে চলেছে বয়সের ভার।
ছেলেবেলা যে এমনই এক সময়
আজীবন যা পাবার কষ্ট বুকে জমা রয়।