*বেঁচে থাকার লরাইয়ে হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত

*নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে ক্রমাগত আমার শহর

*এতো সহজেই সকলকে আপন ভাবি কেন...!

*তোমার অন্তরাত্মার স্বীকৃতিই কি যথেষ্ট নয় তোমাকে
আমার করে পাওয়ায়.!

*মিছেমিছি মিছে মায়ার পিছনে ছুটে চলা

*শব্দদের যোগাযোগহীনতা কি মনের'ও দূরত্ব বাড়ায়...!!!

*কিছু কিছু না'পাওয়া রয়ে যায় আজীবন

*আরো কতদূর হাঁটলে তোমার মন ছুঁতে পারবো...!

*আমি আজন্ম অনূঢ় হয়ে রবো তোমার অপেক্ষায়

*বেঁচে থাকার লরাইয়ে হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত

*বয়সের ভারে জীবনের দায়ে,প্রতিনিয়ত বদলাচ্ছি আমি

*ভালোবাসতে ভালোবাসুন, ভালোবাসাকে ভালোবাসুন

*আত্মার সম্মিলনের পূর্বেই হৃদয়দ্বয়ের ভাংচুর

*শেষমেশ বিচ্ছেদই আমাদের গল্পের সমাপ্তি ঘটিয়েছে

*বলা হলো না কত না বলা কথা

*কি নিদারুণ জ্বালাময় অপরিসীম যন্ত্রণা বুকে আছে বাঁধা

*স্মৃতিকাতরতায় আছন্ন দুচোখ

*বেদনারা জমে আছে হারানোর স্মৃতিতে