অদ্বিতীয়া,মনে কি পড়ে তোমার!
তুমি চলে যাবার আগে শেষ যে'কটা দিন আমরা একসাথে কাটিয়েছিলাম,
শেষ যেবার আমাদের শরীর বৃষ্টিতে ভিজেছিল আর তোমার কণ্ঠ বেয়ে পড়া উদক আমার অধরদ্বয় তীব্র কামনায় প্রবল আসক্তিতে দংশিত করছিল।
তোমার ঘন নিশ্বাসে আমার পুরো শরীর জুরে সে কী শিহরণ! তোমার ঘুম ঘুম চোখ আর অধরদ্বয়ের আন্দোলনের স্পর্শের সাক্ষী হয়ে আছে শুধু এ আঙুলগুলো।
পারো কি অনুভব করতে ভেজা শরীরে তোমার হৃদয় ছোঁয়ার সুখ!
জানি এ লেখা তোমাকে সেই মূহুর্তে নিয়ে যাবে;তোমাকে পোড়াবে,কাঁদাবে। তোমার অভাব যেমন কষ্ট হয়ে বেঁধে আছে এ বুকে আমিও চাই তুমিও এ ব্যাথা অনুভব করো আমার অভাবে।