ধর্মে-জাতে এত ভেদাভেদ কেন
                   কেন এই রাহাজানি,
পর্দা রীতি কিংবা পূজা মন্ডপে
                   কেন এত হানাহানি।
ধর্ম তোমার,প্রথা তোমার
            যার যার আলাদা আলাদা
তবে কেন এই ধর্ম যুদ্ধে
                  উঠছো মেতে সদা।


বিধর্মী ভেবে অন্যের সাথে
                 করছো যেসব অনাচার
মনে রেখো তোমার নিজ ধর্মেই
                  কড়া নিষেধাজ্ঞা তার।
যুদ্ধ যদি করতেই হবে
                 তবে রোখো অন্যায়'কে
যায় যাক জীবন তোমার
                   বাঁচাও এ সমাজ'কে।


হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রিষ্টান
                   হাতে রেখে হাত
বন্ধ করো এ সমাজ ধ্বংসী
                    ধর্মীয় সংঘাত।
ধর্মে ধর্মে সংঘাতে শুধু
                   হবে রক্তক্ষয়।
অন্য ধর্মকে শ্রদ্ধার মাঝেই
                  ধর্মশিক্ষার জয়।