বাঁচতে চাও বাচাঁর মতো?
অন্ন দাও ক্ষুধার্তদের যত।
বুক ভরা শান্তি চাও?
গরীব-দূঃখী দের বুকে টেনে নাও।


অসহায়ের করলে সেবা
মন থেকে তুমি মহৎ হবা


বাচাঁর মতো বাচোঁ তুমি
করো নিজেকে উপভোগ,
অন্যকে সুখ দেওয়াতেই
তোমার জীবন হোক সার্থক।