আবেগহীন এক লম্পট আমি,খুঁজে ফিরি ভালোবাসা;
এ শহর আমার কেউ না,তবু তার কাছে এতো প্রত্যাশা।
ক্ষণে ক্ষণে আমার হচ্ছে টুকরো,হৃদয়ের কুঁড়েঘর;
এ শহর আমার কেউ না,নই আমি কারুর।
ভালোবাসা খুবই বিরল এখানে,সস্তা প্রেমের ভীড়ে;
পণ্য বেশে আবেগে ভাসিয়ে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে।
প্রণয়ের নামে হচ্ছে বিক্রি প্রেম চিত্তাকর্ষক
মেটাচ্ছে হেতা তরুণ-তরুণী কামরূপী সব শখ।
বলছে সবাই ভালোবাসি হায়,হৃদয় তো
ছুঁতে পারছে না;তাইতো আমি আবেগহীনই ভালো,
এ শহর আমার কেউ না।