কবে বুঝবে তুমি অপরিচিতা,
তোমায় পাঠানো প্রতিটা গানের কলি তোমার নিকট আমার অনুভূতি ব্যক্ত করে।
তোমায় গান পাঠাতে বলা কেবলমাত্র তোমার কণ্ঠস্বর শোনার বাহানা।
তোমার সুরের কলিতে উন্মাদের মতো হন্নে হয়ে নিজেকে খুঁজতে থাকি । তোমায় দেখার তৃষ্ণা মিটে না বলে কতোই না উদ্বেগে ভরা এই বুক।
নীরবে নিভৃতে বেড়ে ওঠা এ প্রেম ক্রমেই মাথাচাড়া
দিয়ে ছুঁয়ে দিতে চাইছে তোমার নীল আকাশ, স্নিগ্ধ বাতাস। শত শত বাঁধার কবলে পড়া নিশ্চুপ ঠোঁট নিয়ে হাত উঁচিয়ে ইশারায় ডাকছে তোমাকে এ প্রেম।
তুমি কি আমার হবে !?