নিরবতার গহীন বেদীতে নির্জলা ক্রন্দন
মিহিমিহি অবগাহনে রূপায়িত অন্তস্থল
উষ্ণতাহীন শীতলতার নিরব দহণপ্রিয় আত্মা
আগাছায় প্রাচীরপূর্ণ দেহে নি:সঙ্গ বেদনা
অমলিন, কল্পনাতীত সুখাচ্ছন্নতার মোহে
বেদনার মায়া অহরহ করে আনাগোনা
অন্তরিত সঙ্গ, বিস্তৃত সংসারের ডাল-পালা
কেহই সুখকর নয় বটে তবে নি:সঙ্গ বেদনার
উৎকৃষ্ট পন্থার বাহক হয়ে ছায়া সঙ্গী ভিতরে-বাহিরে
নতুন প্রভাত, রোদেলা দুপুর, অস্তমিত সূর্য্য সন্ধ্যা
রাতের প্রথম প্রহর কিংবা শেষ প্রহর
আগামীর শ্বপ্নবাসরে ধূয়াশার রাজ্য
একা, একাকী বয়ে চলা, সঙ্গী নি:সঙ্গ বেদনা।