এ পৃথিবীর বুকে যখন অস্তিত্ব বিলীন হবে
কয়েক বছরের ক্ষীন জীবনের পাতায় পাঠকও থাকবে হাতেগোনা
কেহবা স্বার্থের চরমতায় ব্যস্ততার ফাকে স্মরণে রবে উদগ্রীব
কেহবা ভুলে যাবে স্বার্থহীতার চরম অধ:পতনের ঘোষণায়
আশার আশে বেঁচে থাকা প্রজন্ম ঘৃণার স্তম্ভে দেবে অনাকাঙ্কিত ফুল
আত্মীয়তা উড়ে যাবে দক্ষিণা ঝড় হাওয়ায় ক্ষুদ্র ধূলিকণায়
বন্ধত্ব উপনীত হবে ক্ষণমায়ার জুয়া কিংবা মদের আসরে
নেশার ঘোরে বকে যাওয়া বিচলিত স্মৃতির মন্থর সুরের ঝনঝনানিতে
ভাইয়ের প্রাপ্য পরিশোধের দ্বায় মিটবে বাৎসরিক চেহলাম কিংবা মিলাদে
বোন কান্নার জলে হা-হুতাশে মত্ত হবে না থাকার প্রয়োজনীয়তা পূরণের বিষাদে
স্ত্রীর জগত ন্যস্ত সন্তানের আবাল দ্বায়ের বিদায়ে গভীর নিশী ভারী হবে
ভবিষ্যত গড়ার স্বপ্নে বিভোর নি:স্ব সন্তানের ভুলক্রমে ভুলের জন্য স্মরণীয় হবে
থাকবো আমি অস্তিত্বহীন...............
শুধু এ জগতে বেঁচে থাকা আত্মা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে
অনুপস্থিত উপস্থিতির সরব প্রতিফলের ঘূর্ণায়নে।