যাত্রাপথের অনাকাঙ্কিত এক পলকের দৃষ্টিতে সৃষ্ট তোমাতে আমার প্রেম
করিয়াছে মোরে পথভ্রষ্ট, হইয়াছ তুমি আমার প্রাণমায়া শ্যাম
আশানু কথন বাঁধিয়া হিয়া কাননে, বন্দি আমি তব মায়ার দাসত্বে
সংসার করিয়াছি অসাড়, হইয়াছি পাগল তব কাঙালি প্রেমের মহত্বে
জগত রথের উল্টোপথে ধা না ধা গানে ছুড়াছুড়ি চলিতেছে মোর অঙ্গে
ওগো মায়াবিনী, আমি পাগল হইয়াছি তব প্রেমের নিদারুণ রঙ্গে
পাগলিনি হইয়া এ ধরার কাঁটাময় পথে যাত্রাবিরতি হইবে কি মোর সঙ্গে
নাচনে নাচনে যে প্রেমে জীবন মোর সাজিয়াছে মিলনের পিচ্ছিল রঙে
পথহারা করিও না চলন্তপথে আটকে পড়া প্রেম কাঙালেরে
বদনসুখে তরী না ভাসিলেও মননসুখে ওপারে যাব যে দু’জন উড়ে
বিচলিত দু:স্বপ্ন খেলিতেছে এ মনে, করিতে পারিব কি প্রেম তোমাতে সৃষ্টি
নাকি আজন্মেরর জন্য হারাবো আমাতে বলবৎ মায়ার দৃষ্টি।