স্বরূপে আবির্ভূত দু'টি স্বত্তার পবিত্র বন্ধন,
এ জগতে সৃষ্টি করে নতুন দিগন্ত,
দু'টি পরিবার একি সুতোর মালায় বাঁধা পড়ে,
যেন দু'টি লোকালয়ে সেতুর আদি-অন্ত,
কালের বিবর্তনে পরিবর্তিত রূপে,
এ পবিত্র বন্ধন পূর্ব আগাম সম্পর্কে হয় আবির্ভূত,
ধরায় সর্বজনে বিধিত হয় প্রেম নামক রূপে,
এ যেন বিষাক্ত জলের অমিয় পানের সুধা,
খেলায় মেতে উঠা যুবার কাম ক্ষুধা,
রঙিন রঙে রাঙিত আলো-আধারির খেলা
অযাচিত কালিমা লেপনের আয়োজিত প্রেম মেলা
যুগ-যুগান্তর আধুনিকতায় মেতে উঠা বিজলীবসন
আদিম উলঙ্গ নৃত্যের কষ্মিনকালের উন্নতজাতে রূপায়ন
আজ এ দিগন্ত লজ্জায় অবনত
পবিত্রতার লেবাসে ভাসমান বন্ধন
ভ্রহ্মান্ডের দিবস-রজীনিতে কালোমায়ায়
জাদুগরের ভাওতায় অহরহ হয় পরিবর্তন।