মন বান্ধিলাম তোর প্রেমের তরে
দেহ বান্ধিলাম তোর রূপের তরে
তবু বন্ধু সাধ মিটিল না আমার
তোর তরেরে বন্ধু তর তরে
শত আশা মনে লইয়া
বাইলাম তোর কালনাশী প্রেমের নাও
ভাই-বেরাদ ছাড়লাম আমি
ছাড়লাম সাধের গাও
তবু বন্ধু সাধ মিটিল না আমার
তোর তরেরে বন্ধু তর তরে
উদাসী হইয়া বাশির সুরে
ডাকলাম সকাল নিশি
তবু বন্ধু গেল তর কানে
হইলাম বনবাসী লইয়া সাধের বাশি
তবু বন্ধু সাধ মিটিল না আমার
তোর তরেরে বন্ধু তর তরে
নয়ন আমার জ্যোতি হারাইল
তন ধরল বুড়াকি জং
হাটে ঘাটে বন-বাদারে
লোকে বানাইলো আমারে সং
তবু বন্ধু সাধ মিটিল না আমার
তোর তরেরে বন্ধু তর তরে..................