আছো তুমি এ পাঁজরের সীমানায়
তবুও দ্বিধা নামক দেয়ালের আঘাতে
যেতে পারিনা তোমায় আলিঙ্গনের আঙিনায়
মন মাতানো আবেগ পরিপূর্ণ হয়না বাস্তবতায়।


তিলে তিলে গড়ে ওঠা দ্বিধার দ্বন্ধ
হয় না কভু নি:শেষ তোমাতে আমাতে
রাতের নিরবতাও পারেনা করতে আড়াল
পাঁজরে জেগে ওঠা অবিশ্বাসের চরাঞ্চল।


বহু রাত অবধি জেগে থাকা দুটি প্রাণ
শত বঞ্চনায় কাঁদে একাকী নিরালায়
দূর্বেধ্য বেদনার এপাশে ওপাশে
চোখের জলে সান্তনা খুজে নেয় ভালবেসে।


হাজার রাত্রির বিচ্ছিন্ন শয়ন অভিন্ন আঁচলতলে
চলছে নিরবে যেন পোড়া কয়লায় মৌন দহন,
থমকে থমকে জ্বলে ওঠছে আবেগের করুণ বাতাসে
পাঁজরের আঙিনায় আবারও করছে আঘাত নি:শ্বাসে।