দু'মুঠো ভাত আর একটু খানি বস্ত্র
ক্ষুধা আর শরীর ঢেকে দেয়ার প্রাণপণ লড়াই,
ইটের পর ইট কিংবা লাইটের পর লাইট
এ তো চাওয়া নয় আমাদের, শুধু বেঁচে থাকতে চাই।


সূর্য্যের রক্তিম চোখ উপেক্ষা করে
খোলা দেহে অপূর্ণ বস্ত্র গায়ে বর্তমানকে খুঁজি,
কখনওবা অর্ধাহারে নয়তো অনাহারে
তবুও কেন বাধা হয়ে দাঁড়াও, কর চালবাজি।


একবার আমাদের কাঁধে কাঁধ রেখে
কাকডাকা ভোরে পথ চলে দেখ,
বেঁচে থাকার লড়াই কোন মঞ্চের বাণী নয়,
রাজকীয় নৃত্যশালার নর্তকীর ভঙ্গি নয়,
রঙিন পানীয়ের সাদাকালো রাত্রিক্ষেপন নয়,
বেঁচে থাকার রক্তিম কলাকৌশল কত নির্দয়।