একদিন ঘুম ভেঙ্গে দেখতে চাই
সব ঠিক হয়ে গেছে
নেই কোন অসহায় নিপীড়িত মানুষ
ফুলের বাগান ভরে গেছে ফুলে
বইছে চারিদিকে শান্তির সুবাতাস।


বৃষ্টি হচ্ছে দিনের অনেকটা সময়
কিশোরীরা ঘুরে বেড়াচ্ছে ভয়হীন
অফিসে নেই ঘুষ আর দুর্ব্যবহার
গোলাপ হাতে হেঁটে যাচ্ছে প্রেমিক
নদীতে আছে শান্ত গভীর জল।


জোছনা নেমে আসছে রাত্রিতে
মিটিমিটি করে জ্বলছে জানা অজানা তারা
বনের গাছগুলো যেন সব কথা বলছে
থেমে গেছে সব কোলাহল হট্টগোল
ফুল পাখির গানে ভাল আছে সবাই।