এখন তারা ঘুরে বেড়ায়
ঘাটে কিংবা মাঠে ,
একটু টাকার গন্ধ পেলেই
পাগলের মত ছোটে ।

চেহারা দেখেই সন্দেহ হয়
মানুষ না জানোয়ার ,
অন্যের ক্ষতি করে
দিব্যি করছে দিন পার।

একদিন ঠিক পরবে ধরা
পালিয়ে আর কোথায় যাবে ,
কেঁদে কেটে কূল পাবেনা
একাল সেকাল সব হারাবে।