হারিয়েছে সোনালী দিন, হারিয়েছে ইতিহাস,
নিদারুণ কষ্টে আজ মানব সভ্যতা,
বস্তুবাদী চিন্তা আর উদ্দাম ভোগবিলাস
যার যা ইচ্ছে করে যাচ্ছে অবাধে তা।


খলিফা ওমর আর ইসলামের সেই সময়
ফিরে পেতে খুব ইচ্ছে হয়,
কিন্তু তার জন্য সংগ্রাম করতে
মনের ভেতর আসে নানারকম অদ্ভুত ভয়।


আসবেনা কি ফিরে সেই সোনালী ইতিহাস?
এভাবেই ধ্বংস হয়ে যাবে সভ্যতা?
সবাই এসব মেনে নিয়ে সুখেই আছে
আমি কেন জানি পারিনা মানতে তা।