এ অশ্রু দুঃখের নয়
এ অনেক অভিমানের,
দিনরাত কেটে গেছে
পাইনি দেখা তোমার ।

অনেক অপেক্ষার পর
তোমায় আমি পেলাম,
দুঃখের দিন পোহাল
আজ সম্পূর্ণ হলাম।

আর কান্না নয়
ভালবাসায় হব পূর্ণ ,
এসেছ তুমি জীবনে
জীবন আমার ধন্য ।