শেষ বিকেলের অবসন্ন আলো
আর খুব তাড়াতাড়ি নেমে আসা সন্ধ্যা
তারপর শিশিরভরা রহস্যেঘেরা দীর্ঘ রাত
ধীরে ধীরে নিভে যায় সব আলো ।


নির্জন রাত তারপর কেটে যায় ধীরে
সকালবেলায় আসে চিরচেনা সেই মিষ্টি রোদ
দুপুর না হতে হতেই যেন বিকেল
সব কিছুই থেকে যায় মনের গভীরে ।