গোণা দিন হয়না শেষ
অপেক্ষার প্রহর  দীর্ঘ হয়
বার বার লাগে ব্যাথা
অঙ্গে যদি ক্ষত রয়।


একের পর এক বিপদ আসে
ধৈর্য যদি ধরা যায়
দুঃখের পর সুখ আসে
ধৈর্যের ফল মেওয়া পায়।


মাথায় যার তেল আছে
তারেই তেল দেয় সবাই
দঃখীর দুঃখ ঘুচাবার তরে
কেউ দেখ পাশে নাই।


কাঁটার আঘাত সওয়া সহজ
ফুলের আঘাত যায়না সওয়া
কাছের মানুষ দিলে আঘাত
যারে তারে যায়না কওয়া।


শত্রু যতই শক্তিশালী হোক
সামনা সামনি লড়াই করে
ঘড়ের শত্রু বিভীষণ
নিত্য মারে অগোচরে।।