বৃষ্টি পড়ে অঝর ধারা
সকাল দুপুর সন্ধায়
ঘরের চালে ক্ষেতখামারে
বৃক্ষ লতা বনটায়।


বিলের জলে বৃষ্টি নাচে
সাথে খলসে মাছটা
পানি ছেড়ে ডাঙায় উঠে
কই মাছের প্রাণটা।


দল বেধেছে পুঁটি মাছে
স্রোতে ভেসে যাবে
জেলেরা ও জাল পেতেছে
তাদের ধরে খাবে।


মাঠে ঘাটে নতুন জলে
অনেক মাছের খেলা
সৌখিন অনেক মাছ শিকারীর
বসছে তাতে মেলা।


কৃষক রাখাল হচ্ছে নাকাল
ক্ষেত খামারের কামে
গামছা কিংবা মাথাল মাথায়
দিতে একটু থামে।