মানুষ হয়ে জন্ম আমার
তবু মানুষের মত মানুষ হতে যুদ্ধ করি
যত সব শয়তান অমানুষের বিরুদ্ধে
মানবিক হতে সর্বদা লড়ি।


আমি ক্ষুদার্থ বলে ক্ষুদা নিবারণে
ভাতের জন্য যুদ্ধ করি
বুভুক্ষ হাভাতে যারা গেছে মরে
তাদের কথা স্মরন করি।


গৃহহীন আমি ছিন্নমুল
জীবন যুদ্ধেই কাটে চিরটাকাল
রোদ-বৃস্টি, ঝড়-তুফান, শীত-বরষায়,
মাথার উপর নাই একটু চাল।


আমি হতভাগা চাষী
বারোমাস কঠোর শ্রমে ফলাই ফসল
যুদ্ধকরি ন্যায্য মুল্যের আশায়
তবু বাবুদের হাতেই বাজার দখল।


আমি জেলে পাড়ায় থাকি বলে
যুদ্ধ আমার নৌকা ও জালে
মাছের গন্ধ পাই নাকে
তবে মাছের স্বাদ উঠে ঐ মহাজনদের গালে।


আমি শ্রমিক আমি দিনমজুর
দুহাতে যুদ্ধ করি দেশ গড়বো বলে
আমাদের মাথায় লাঠি ভাঙ্গে
ওরা লুট করে খায় ক্ষমতার বলে।


আমি স্বাধীন স্বাধীন বলে চিৎকার করি
ওরা গলা চিপে মারে
যুদ্ধ করে যদি বলি কথা
তবে আমার ঘড় কাশিমপুরের কারাগারে।


আমি ভাষার জন্য যুদ্ধ করি
ওরা চায় রক্ত-লাল
অধিকার আদায়ে বারবার মরি
এ সংগ্রাম থাকবে চিরকাল।


আমি ভোটার ভোটের জন্য যুদ্ধ করি
এ যুদ্ধের হবে না অবসান
আমার স্বাধীনতা যদি ফিরে না পাই
সকল কাজে বিরাজমান।।