হা হা আজ দুঃখ পায় হাসি পায়
কি বলিতে কি বলি আসে না ভাবনায়
সম্মুখে যারা করে ঘোরাফেরা
যেন কত ভালোমানুষ বুঝি শ্রেষ্ঠ সেরা।
তবে হৃদয় যেমন কুটিল ভরা
মুখের বাণীই শুধু মনোহরা।
সাধু বেসে বন্ধু হয়ে এসে
তারই সর্বনাশ করছে অবশেষে।


মুখোশ পড়া এই মানুষগুলো সভায় আসে যায়
মিথ্যা প্রতিশ্রুতি,নাকি জীবন দেবে মানব সেবায়!


ভাবছো তুমি আমিও জানি কি তবে উপায়
ওরাই তো আজ শক্তিধর,কেমনে মুখোশ খুলা যায়?


শক্তি ওদের আছে বটে ঐক্য তবে নাই
ভয় দেখিয়ে কার্য হাসিল করছে সর্বদাই।


এইতো সময় এসো সত্যের পথে চরি
সত্য পথের যাত্রী যারা ,এক সাথে প্রতিরোধ গড়ি।


যতই ওরা দেখাক মুত্যু ভয়
মরনকে বরণ করেই জীবনকে করবো জয়।
এই মৃত্যুর ভয়েই মরবে ওরা মুখোশ টেনে খুলবে
যখন সত্যের মশাল দীপ্ত শিখায় জ্বলবে।।