অপমান অবহেলা করুনায় বেঁচে থাকা
ভিক্ষার ঝুলি কান্ধে লয়ে
সংকট সংকোচে কাটবে দিন বিমলিন
অবিভুত আবাক বিশ্বয়ে।
এনহে কাম্য এ নহে মুসলিম
আছে যার সোনালী ইতিহাস
আল্লাহকে ছাড়া মাথা নুয়াবার নয়
যদি অবিচল থাকে বিশ্বাস।


যদিও আজ এ জাতী ঘুমে বিভোর
তবুও সময় এখন জেগে উঠার
যদি লক্ষ্য থাকে অটুট নিশ্চল অবিচল
তবে নিশ্চিত বিজয় পাবে আবার।
যদিও পদদলিত যদিও পায়ে পিষ্ঠ
মেঠো পথ পথের পাশে থাকা সবুজ ঘাস
তবুও জেগে উঠে অনন্তকাল ধরে
মৃত্যুর ভয়ে ভয়হীন থাকে বারমাস।।