বাবা মারা গেছে ক্যান্সারে।
ছোট ছোট দু’বোন তিন ভাই,
রেখে গেছে সংসারে।
অভাব কাকে বলে, আহারে!


মা বাড়ি বাড়ি কাজ করে,
কিছু খায় কিছু আনে।
তা নিয়ে টানাটানি ভাইবোনে,
এই চলে আমাদের সমাজে।


পাড়ার গ্যারেজে, চায়ের দোকানে
ভাইয়েরা কাজে লাগে।
বোনেরা কারখানা পোষাকে,
ভাতের অভাব ঘোচে সংসারে।


এত হাক ডাক করে সরকারে,
শিশু শ্রম বন্ধ হবে কখন? কিভাবে?


(১০/১০/২০১৭)