মাঝি তুমি আমায় নিয়া যাও
      মাঝি নাও ভাসাইয়া দাও
      পাল খাটাইয়া চলোগো মাঝি
      পাল উড়াইয়া বাও
       মাঝি পিছনে ফিরা না চাও


       ঐ পারেতে আছে যে জন
       খোদার প্রেমের দীল দরিয়ায়
       ভাসছে রে সুজন
      উথালি পাথালি পদ্মা মেঘনার ঢেউ
      তারাতারি চলো গো মাঝি
      আমায় ডাকছে বুঝি কেউ


       রইতে নাহি সহিতে নাহি
       একই ডালে দুটি ফুল
       কেনো হলো এমন ভুল
      বাংলা ভাগ কেনো হলো
       বলো গো সাঁই
       এপার বাংলা ওপার বাংলা
      হিন্দু মুসলিম আমরা দুটি ভাই ।।