তোমার গুলিস্থানে ভরা
আমার সকল ফুলবাগান
তোমার হামদিল হাবিবা
সে যে আমার সখাসখী
তোমার পীরের দরগায় জ্বলছে চিরাগদানী
সে যে আমার হাতে গড়া মাটির প্রদীপখানি


তোমার উমিদ আমার আশা
তোমার মহব্বতে আমার সকল ভালবাসা
তোমার মেহেবুবা আর আমার প্রেমিকা
তোমার নাগমা আমার গান
তোমার গুল আমার ফুল
একই  বৃন্তে দুটি কুসুম মোরা হিন্দু-মুসলমান


তোমার আমার আকাশ বাতাস চ্ন্দ্র সূ্র্য গ্রহ তারা
সবই এক
আমাদের রক্ত লাল আমরা মানুষ
আমাদের ভাষার অর্থ এক
তোমার নবীস আমার কবি
দুজনার একই প্রতিচ্ছবি
তোমার আল্লা আমার ঈশ্বর
তোমার মসজিদ আমার মন্দির
তোমার মসনদ আর আমার সিংহাসন


আমার প্রিয় তোমার হাবিব
তোমার মক্কায় আমার শিব
তোমার হজরত আমার শ্রীচৈতন্য
গীর্জায় মেরির কোলে যীশু
সে যে আমার মা যশোদার কোলে গোপাল


মন্দির মসজিদ গির্জা সবই একাকার
একই আমাদের ঈশ্বর কেবল রুপ ভিন্ন
তবে কেন দ্বন্দ
আদি অন্ত  তিনি একজনই
জাতের নামে বজ্জাতি সব
আমরা মানুষ এই আমাদের ধর্ম


আমাদের সকলের ধর্ম
মানুষ হয়ে মানুষকে ভালোবাসা ।।