আমার মনের মহাদেশে
যে ছবি আমি এঁকেছি
তোমাকে ভালোবেসে
সে কথা জানো কি


জানো কিছু কিছু সময় প্রতিবাদি হয়ে
কত না বলা কথা
আমার কবিতার ভাষায় গর্জে ওঠে
তুমি হয়তো জানো না


সারা সময় খাতা কলম
আমার এখন সঙ্গী হয়েছে
কখনো খুশি কখনো দুঃখ কখনো খুনসুটিতে
ওরা আমাকে মাতিয়ে রাখে
আমার লেখায় বয়ে যায়
নিবিঢ় কলমের কালি
তোমাকে কি করে বলি
তোমায় কতটা ভালোবাসি
তুমি হয়তো জানো না


আমার হৃদয় জানালায়
উঁকি দিয়ে যায় অপেক্ষার নিঃসঙ্গ একেলা
যখন আমি থাকবো না
চলে যাবো অনেক দূরে
তুমি খুঁজে নিও আমায় স্মৃতির ভীড়ে
তোমাকে কি করে বলি
তোমায় কতটা ভালোবাসি ।।