তুমি আমার দিল কি হিরামন
তাই নূরনবী আনে মহব্বতের পয়গাম
তামাম দুনিয়া দেখে তোমার আঁখিতে
ঝলকে ওঠা ইরম্মদ
ভেসে আসা পয়মুখের মাঝে
একটি সিতারো কি তসবীর
তুমি আমার মহব্বতের কাবিল নজির


পর্দানশীন তোমার গুলবদন
মা বলে যদি ডাকে কাফের কিম্বা যবন
যদি লেখে নবীস, কবিতা অথবা সায়রী
তুমি কি মনে করবে
এ সব মহব্বতের   বেয়াদপি !


যদি তোমার মেহেরবান আর বিশ্বাসের মোহনায়
মাতৃহারা শিশু মহব্বতের আশায় দু হাত বাড়ায়
তাহলে তুমি কি বুঝবে
এ সব ইল্লতের মহব্বত না মহব্বতের গোস্তাকি !


যদি লেখে নবীস, কবিতা বা সায়রী
জেনে রেখো ঈশ্বর তামাম মহব্বতের পূজারী
বার্তা আনে পয়গম্বর
মহব্বত আনে ঈশ্বর
মহব্বত আনে ঈশ্বর ।।