বাড়ী আমার ঢাকা বিক্রমপুর
তোমার বাড়ী আর কতদুর ?
বাড়ী আমার ময়মনসিং , টাঙ্গাইলের ভাদ্রা
আহা! সেখানে কি হয় সব যাত্রা ?
না না সে সব না টাঙ্গাইলের শাড়ি নামকরা
ও আচ্ছা যেমন  বরিশালের রান্না ঝালে ভরা
পদ্মার ইলিশ তেমন মনকারা


পাবনার মাছের ঝালে তেল চুপ চুপ
দীঘির জলে পানকৌরি দেয় ডুব টুপ টুপ
যশোরের তেল কই উথাল পাথাল মন থৈ থৈ
আর আছে বিন্নি ধানের খৈ
বাগান ভরা সব্রিকলা বাড়ীতে পাতা দই
এখন আর কি আছে তেমন বলো সই


মনে পড়ে সেই চড়ুইভাতির গল্প
গাছআলু মৌসিম সিদ্ধ
ডাল ছিল  বেশ চাল ছিল অল্প
নুন নেই তাতে লঙ্কা ছিল চারটে
রান্না শেষে খেতে পারিনি মোটে
ঝাল লেগেছিলো কচি ঠোটে


রুমালচোর , হুস হুস, কুমির ডাঙ্গা
সাঁতার কাটা দীঘির জলে
ইকির মিকির আগডুম বাগডুম বিকেল হলে
এক্কা দোক্কা চু কিত কিত ছুটির দিনে
এখন ফিস ফিস করে হাসে সবাই এইসব শুনে


তবু ছিল আনন্দ শিউলী কাশফুলের গন্ধ
আজও আছে রবীন্দ্র-নজরুল ছন্দ
স্মৃতির পাতায় কবি জীবনানন্দ


হারিয়ে যাচ্ছে শাপলা শালুক মহুয়া পলাশ
হারিয়ে যাচ্ছে শালিক চড়াই
হারিয়ে যাচ্ছে সবুজ সবই পল্লী বাংলার ছবি ।।