বিদায় শেফালির অভিমানে পূবালী বায়
ধলেশ্বরীর ওপার কাঁদে সূদুরের ঠিকানায়
দিক চক্রের ছায়াঘন বিদায় আহবানে
বিচ্ছেদ - রাত্রি কাঁদে বিরহী
স্মৃতি বিজরিত হাসি হিল্লোল শূন্যতায়
হে পথ  উদাসী
আমি এপারের উদাস মধ্যাহ্নের কবি


মধুকর ভারে সপ্তর্ষির পালঙ্কে
তোমার সৃষ্টির এ এক সূদুরের  ছবি
আকাশ প্রিয়ার হৃদয় পেয়ালায়
পূর্নিমা চাঁদের একরাশ কলঙ্ক ফুলে
নিবিঢ় অস্থপথে প্রিয়াহারা মৌন মুখে
তোমার ব্যর্থ স্বপ্ন রেখেছো ঢেকে


রোদনভরা জলে ভাসে নিদ্রাহীন তোমার স্বপ্নতরী
এপার ওপার  নিঃস্তব্ধ নিরবতায়
আজও বয়ে চলে তোমার মরমী ধলেশ্বরী ।।