সাল তারিখ মনে নেই
বয়সের সায়াহ্নে সব হারিয়ে ফেলেছি
স্মৃতি আবছা হয়ে আসছে
তবু কিছু মনে আছে
সেদিন ---


জাহাজের হুইসেলে বিদায় ব্যথায়
কেঁদে ওঠে নদীর পার
পূর্নিমা চাঁদে জ্যোৎস্না রাতি
পদ্মা মেঘনার মিলন তিথি
বাসর  সাজায় বিহঙ্গ কুসুম নক্ষত্র নিশি
বিরহ রাগে বাঁশুরিয়া বাজায়
মধুর করুন বাঁশি


পলাশ শিমুল বলে
ফিরছ কবে
মাঝ নদীতে জাহাজ থেকে
ভেসে আসে কথা
ফির বছর   শাপলা শালুকে
নয়তো বা শিউলি কাশফুলে ।।