নাইবা ভাবলে সকাল সাঁঝে
আমায় তুমি
আকাশ যদি হতাম আমি
ভাল-ই হতো
পাহার কোলে ঝরনা যদি হতাম আমি
তোমার বিরহে নদীর ধারার মতো
নীরবে কেবল বয়ে যেত ।
ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে,
যাই হারিয়ে সাগর  পারে
আবেগ ভরা গোপন মনের অন্তরালে
ভালোই হতো ।
নাইবা ভাবলে সুদূরে তুমি
হতাম যদি তারা আমি,
তোমার খুশিতে আলোয় ভরিয়ে দিতাম
বাতাস যদি হতাম আমি,
পরশ  করে তোমায় নিতাম ।
পলাশ লাল লাল হত
তবু সকল বাঁধন হারায়,
হারিয়ে যেতাম তোমার নীল  সীমানায়
ভালোই হতো ।।