বদলানো পৃথিবী যখন নানা রঙে
অ্যালকোহল তরঙ্গে ভাসে
দগ্ধ ডানায় ঝাপটানো শব্দ
ওই শোনা যায় আসমানি আকাশে
পালকে উত্তাপে রক্তাক্ত বধির
পড়ে থাকে বিহঙ্গ-কুসুম গোধুলির সন্ধ্যায়
পৌছায় না আর্তনাদ বিষাদ সুর


ধীরে ধীরে ফুঁসে উঠছে অগ্নি ধরিত্রী
কিংবা মানবীর মুখ
খুব শীঘ্রই ঢেকে দেবে থর থর লাশ
শালপাতার মাদুরে
নৃসিংহ অবতার দেখবে
এ যুগের এক সর্বনাশের ছবি ।।