তানপুরাটা সেই সুরে
আজ কেনো বাজেনা
অরন্যের মাদলে
কার বাঁশি শুনে কাঁদে যমুনা
কবি ও কলমের এত ভাব
প্রত্যয়ের স্বাধীনতা
বইছে আজও ওপারের
পদ্মা মেঘনা
চির শ্যামল নবীন বাংলা মা
এ পারের  তিলোত্তমা
চলছে ভাবনার গননা
কবিতায় গান হলো
সেতারের সুরে বেজে ওঠে
বিচ্ছেদের যন্ত্রনা
মুক্তির আশায় আজ
দুখিনি  বাংলা মা
বঙ্গ জননীর প্রতিধ্বনি
গর্জে ওঠে  স্লোগানে
উত্তাল নারী সমাজ বিদ্রোহিনী।।