শাশ্বত কণায় সজল আকাশ
পুষ্প শাখায় কত
লাবন্যপুঞ্জ চিরন্তন বিভাস
সাজিয়ে নিও আমার অর্ঘ-উপাচার
তোমার বানীর  রচিত সুরে
বিশ্ববীণার তারে বেজে ওঠে ঝংকার
অশ্রু ঝড়া বিধুর-বিরহ আষাঢ়
কাব্যের ভ্রমর  গেয়ে বলে
এই ভারতভূমি স্বদেশ আমার ।।